- Advertisement
- Privacy Policy
- Comment Policy
- Terms & Conditions
Pro Bangla-প্রো বাংলা Informative Portal of Bangladesh
আবেদন পত্র লেখার নিয়ম | দরখাস্ত লেখার নিয়ম.
Juyel Ahmed Liton 2024-06-06 Education , Application
আবেদন পত্র লেখার নিয়ম : বাংলা দরখাস্ত কাজের সুবিধার্তে অনেক সময় বিভিন্ন প্রকারের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানার অভাবে আমরা এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষ ভাবে চাকরি প্রার্থীগণ চাকরির আবেদন বা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে অনেক সমস্যায় পড়েন।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।
আবেদন পত্র লেখার নিয়ম
দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।
আমরা আজকের আর্টিকেলটি সাজিয়েছি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন, স্কুল-কলেজের ছুটির আবেদন, বেতন মওকুফের আবেদন, ব্যাংকের ছুটির আবেদন আবেদন সহ বিভিন্ন প্রফেশনাল আবেদন শেয়ার করব। তারই পিডিএফ ও ডকুমেন্ট ফরমেটে দরখাস্ত লেখার নিয়মাবলী এর কপি আপলোড করে দেব। যার ধরুন আপনি খুব সহজে এই ফাইলগুলো ডাউনলোড করে যেকোন কম্পিউটার থেকে আপনার দরখাস্ত লিখে নিতে পারবেন।
দরখাস্ত লেখার নিয়মাবলী
Application / দরখাস্ত লেখার নির্ধারিত কিছু নিয়ম রয়েছে যা কোন অবস্থাতেই বাদ দেওয়া সম্ভব নয়। আপনি যে কোন প্রকারের আবেদন লিখুন না কেন, আবেদন লেখার সময় নিম্নবর্ণিত নিয়মাবলী মেনে দরখাস্ত লেখা সম্পন্ন করতে হবে।
- আবেদনের তারিখ (যে দিন আপনি আবেদন করবেন তার তারিখ)
- প্রাপক/বরাবর (যার নিকট আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
- আবেদনপত্রের বিষয়।
- সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম/মহোদয় ইত্যাদি।
- আবেদনের বিষয়ে গঠনমূলক বিস্তারিত বর্ণনা।
- আবেদনকারীর নাম, ঠিকানা।
আরো পড়ুন: বায়োডাটা লেখার নিয়ম বাংলায় – সিভি লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম – দরখাস্ত লেখার নমুনা
কাজের ধরণ অনুযায়ী বাংলা দরখাস্ত লেখার নিয়ম পৃথক পৃথক হয়। সকলের সুবিধার্তে বহুল ব্যবহৃত কিছু দরখাস্তের নমুনা নিচে তুলে ধরলাম।
১। সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর সভাপতি ……………….. উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভীবাজার।
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট উপস্থাপন করছি। ১। নামঃ ২। পিতার নামঃ ৩। মাতার নামঃ ৪। বর্তমান ঠিকানাঃ ৫। স্থায়ী ঠিকানাঃ ৬। জন্ম তারিখঃ ৭। জাতীয়তাঃ ৮। জাতীয় পরিচয় পত্র নংঃ ৯। বৈবাহিক অবস্থাঃ ১০। ধর্মঃ ১১। মোবাইল নাম্বারঃ ১২। রক্তের গ্রুপঃ ১৩। শিক্ষাগত যোগ্যতাঃ
১০। অভিজ্ঞতাঃ
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।
(জুয়েল আহমদ) মোবাঃ +৮৮ ০১৭১০-০০০০০০
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি। ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ৩। চারিত্রিক সনদপত্র। ৪। নাগরিকত্ব সনদপত্র। ৫। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ৬। ১০০০ টাকার ব্যাংক ড্রাফট।
ডাউনলোড ডক ফাইল
ডাউনলোড পিডিএফ ফাইল
যোগদান পত্র লেখার নিয়ম দেখুন
২। জরিমানা মওকুফের জন্য আবেদন.
তারিখ-০২/০১/২০২৪ খ্রিঃ বরাবর অধ্যক্ষ মহোদয় মৌলভীবাজার সরকারি কলেজ।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পিতার পারিবারিক আর্থিক অনটন ও অসুস্থতার কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল প্রকার ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য অবশ্যক যে, আমার পিতা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং পিতার আয়ের উপর পরিবারের সকল ভোরণপোষণ খরচ বহন করা হয়।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, আমার পিতার অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) শ্রেণী-একাদশ বিভাগ-বিজ্ঞান রোল নং-৯০৯
ডাউনলোড পিডিএফ ফাইল
৩। ছাড়পত্রের জন্য আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক (ক) উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভাবাজার।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল কুলাউড়া উপজেলা হতে শ্রীমঙ্গল উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা যে, আমার উপরোক্ত সমস্যার বিষয়টি বিবেচনা করতঃ সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) শ্রেণী- নবম বিভাগ- বিজ্ঞান রোল নং- ০১
৪। অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক ………… উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভীবাজার।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক বিবেচনা করে আমাকে ০৪ (চার) দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) শ্রেণী-নবম বিভাগ-বিজ্ঞান রোল নং-০১
৫। অফিসিয়াল ছুটির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর ব্যবস্থাপক পূবালী ব্যাংক লি. কুলাউড়া শাখা, সিলেট।
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ পূবালী ব্যাংক লিঃ, কুলাউড়া শাখা, মৌলভীবাজার এ অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোল্লিখিত বিষয়টি বিবেচনাক্রমে ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (জুয়েল আহমদ) অফিসার পূবালী ব্যাংক ব্যাংক লিঃ কুলাউড়া শাখা, মৌলভীবাজার।
৬। অগ্রিম ছুটির আবেদন
তারিখ-০১/০১/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক (ক) উচ্চ বিদ্যালয় কুলাউড়া, মৌলভীবাজার।
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোল্লিখিত বিষয়াদি বিবেচনাপূর্বক আমাকে ০৩ (তিন) দিনের অগ্রিম ছুটি প্রদান করতে আপনার মর্জি হয়।
৭। অফিসিয়াল ছুটির আবেদন ( অনুপস্থিতির)
তারিখ-০৬/০১/২০২৪ খ্রিঃ বরাবর ব্যবস্থাপক পূবালী ব্যাংক লিঃ ………………… শাখা, মৌলভীবাজার।
জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ পূবালী ব্যাংক লিঃ, কুলাউড়া শাখা, মৌলভীবাজার এর একজন অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৫/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৫ (পাঁচ) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত আপনার একান্ত বাধ্যগত (…………………) অফিসার পূবালী ব্যাংক লিঃ কুলাউড়া শাখা, মৌলভীবাজার।
ডাউনলোড ডক ফাইল
ডাউনলোড পিডিএফ ফাইল
কিভাবে সাধারণ ডায়েরী বা জিডি আবেদন লিখবেন তার নমুনা নিচে দেখানো হলো।
৮। জাতীয় পরিচয়পত্র হারানোর জিডি লেখার নিয়ম
তারিখ: (আবেদনের তারিখ লিখুন) বরাবর, অফিসার ইনচার্জ থানার নাম (আপনার থানার নাম লিখুন) উপজেলা, জেলা। (আপনার উপজেলা ও জেলার নাম লিখুন)
বিষয়ঃ সাধারণ ডায়েরির জন্য আবেদন।
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার নাম (বয়স), পিতা/স্বামীঃ (পিতা বা স্বামীর নাম লিখুন) গ্রামঃ (গ্রামের নাম লিখুন) , ডাকঘরঃ (আপনার ডাকঘরের নাম লিখুন) , উপজেলাঃ (আপনার উপজেলার নাম লিখুন) জেলাঃ (জেলার নাম লিখুন) । আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত (হারানোর তারিখ লিখুন) তারিখে আমার নিজ বাড়ি বা (যেকোন একটি স্থানের নাম লিখুন) আসার পথে আমার জাতীয় পরিচয়পত্র কার্ডটি হারিয়ে ফেলি। জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড নম্বর- (আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন) সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুজি করেও পাচ্ছি না। এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক এখানে আপনার স্বাক্ষর (এখানে আপনার নাম) মোবাইলঃ (এখানে আপনার মোবাইল নম্বর লিখুন) ঠিকানাঃ (এখানে আপনার ঠিকানা লিখুন)
ডাউনলোড সাধারণ ডায়েরী আবেদনের ডক ফাইল
ডাউনলোড সাধারণ ডায়েরী আবেদনের পিডিএফ ফাইল
উপরের আবেদনে লাল অংশটুকু কেটে আপনার তথ্য প্রদান করে সাধারণ ডায়েরির আবেদনটি সম্পূর্ণ করবেন।
৯। চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
ছাত্র জীবন শেষ করতে না করতেই শুরু হয়ে যায় চাকরির তথ্য খোজে আবেদন করা। তখনই প্রয়োজন হয় চাকরির আবেদন পত্র লেখার নিয়ম। চাকরির আবেদন লেখার নিয়ম সম্পর্কে আজকে দরখাস্ত লেখার নিয়ম আর্টিকেলের এ অংশে আমার শিখে নিবো কিভাবে চাকরির আবেদন পত্র লেখতে হয়।
চাকরির আবেদন পত্র নমুনা
বরাবর, মানব সম্পদ বিভাগ আনন্দ স্কুল (গণ-শিক্ষা প্রকল্প) হাউজ-৮৭, রোড-১৩/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
বিষয়ঃ ‘উপজেলা শিক্ষা পরিদর্শক’ পদের জন্য আবেদন।
জনাব, যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ২০/০৫/২০২২ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, উপজেলা শিক্ষা পরিদর্শক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসাবে আমি আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত উপস্থাপন করছিঃ ক) প্রার্থীর নাম : খ) মাতার নাম : গ) পিতার নাম : ঘ) বর্তমান ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ ………….., উপজেলা-………….., জেলাঃ ………….. ঙ) স্থায়ী ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ ………….., উপজেলা-………….., জেলাঃ ………….. চ) জন্ম তারিখ : ছ) ধর্ম : জ) বৈবাহিক অবস্থা : ঝ) রক্তের গ্রুপ : ঞ) জাতীয়তা : ট) জাতীয় পরিচয় পত্র নং : ঠ) মোবাইল নং : ড) শিক্ষাগত যোগ্যতা :
অতএব বিনীত প্রার্থনা এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বিবেচনা পূর্বক উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।
(আপনার নাম লিখুন)
সংযুক্তি ১। পাসপোর্ট সাইজের রঙিন ছবি -০১ কপি। ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি। ৩। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
Job Application Simple
To The Country Director Lepra Bangladesh Flat A1, House- 80, Road No- 07, Block- H Banani Dhaka- 1213
Subject: Application for the position of “Health and Social Welfare Assistant” .
With due respect that in response to “Prothom Alo” Posting date 13.10.2013. you are looking for “Health and Social Welfare Assistant” for your organization. I am confident enough to give you the optimum satisfaction to carry out all over responsibilities and challenges as required by the position,
Therefore, I would like to offer myself as a candidate for the same and my CV & cover letter enclose herewith for your kind information and justification. I believe that if you give me an opportunity than I can prove myself as a worthy candidate for the position as you are looking for.
Sincerely yours
Signature: (your name here)
সরকারি চাকরির আবেদন ফরম নমুনা
সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমের নমুনা নিচে দেওয়া হলো।
চাকরির আবেদন পত্রের নমুনা ডাউনলোড করুন
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র ডক ফাইল (বাংলায়)
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র পিডিএফ ফাইল (বাংলায়)
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র ডক ফাইল (ইংরেজি)
- ডাউনলোড সাধারণ চাকরির আবেদন পত্র পিডিএফ ফাইল (ইংরেজি)
- সরকারি চাকরির নির্ধারিত আবেদন ফরম ডক ফাইল
- সরকারি চাকরির নির্ধারিত আবেদন ফরম পিডিএফ ফাইল
উপরে ছাত্রজীবন এবং চাকরি জীবনে প্রয়োজনীয় ০৯ টি আবেদন পত্র লেখার নিয়ম তুলে ধরেছি যার মাধ্যমে আপনি অনায়াসে শিখে নিতে পারবেন। বাস্তব জীবনে আপনার প্রয়োজনে নিজেই লিখে নিতে পারবেন।
- Stumbleupon
About Juyel Ahmed Liton
Related Articles
আজকের আরবি কত তারিখ ২০২৪ | আজ আরবি মাসের কত তারিখ
48 mins ago
Bangla Good Morning SMS Text | গুড মর্নিং এসএমএস
২০০টি কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর সহ (যে কোন প্রিলি পরীক্ষার জন্য)
যারা চাকুরির আবেদন পত্র লেখার বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শটুকু না নিয়ে কিছু না জেনেই আবেদন পত্র লিখেন তারা কিন্তু দিনশেষে রিজেক্টেড হওয়ার আশংকায় ভোগেন। এই আশংকা থেকে রেহাই পেতে আজকের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে বুঝুন।
এত এত আবেদন পত্র লেখার ফরম্যাট সব একসাথে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও কিছু সংগ্রহে থাকলে দিলে উপকৃত হবো ইনশাল্লাহ।
জন্ম নিবন্ধন অনলাইন না হওয়ায় এডমিশন এর অনুমতি চেয়ে দরখাস্ত কীভাবে লিখতে হবে কেউ কী সাহায্য করবেন দয়া করে??
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Write An Application To Municipality For Cleaning Of Septic Tank In English
To, The Municipal Corporation, Near Mahatma Gandhi metro station, Bengaluru- 530440
Subject : Application to municipality for cleaning of septic tank
Good morning sir, I want to draw your attention to the terrible state of the sewage water along Magadi Road. The foul odor simply won’t go away even after our multiple attempts to cleanse it. To prevent oneself from choking, people must always wear masks and go out. The sewage has begun to seep from one end, spraying sewage water everywhere, as has been seen. This unsanitary situation we are in is pitiful and requires a quick fix. Please take into account my request and move quickly to address my problem. The situation is unacceptable, and I want the municipality to recognise how serious the issue is. Yours faithfully, Yukta Nair
Related Posts:
- Essay on Delhi Metro in English
- Why is it so hard to write an essay?
- Business Phrases in English for Meetings, Emails and Conversations [List of 372]
- Random Disease Generator [Fake & Real]
- Random Ability Generator Pokemon
- Random Phrase Generator [English]
IMAGES
VIDEO